রাজগঞ্জঃ দোকানে চুরির অভিযোগে এক যুবককে পাকড়াও করে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল বাসিন্দারা। শনিবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি(Siliguri) শহর সংলগ্ন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের নতুনহাট এলাকায়।
দোকানের মালিক গোপাল সেন বলেন, এদিন খুব সকালে দোকানে চুরি হয়েছে বলে লোক মারফত খবর পেয়ে ছুটে আসেন। এসে দেখেন দোকানের তালা ভাঙা এবং বেশকিছু জিনিস চুরি হয়েছে। এলাকায় খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন এক যুবক নেশা করছে। তাকে ধরে তল্লাসি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার হয় চুরির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম। এরপর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দু-চার ঘা দিতেই সে ফিরিয়ে দেয় দোকান থেকে চুরি করা সমগ্র জিনিসপত্র।
ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। ক্ষুদ্ধ বাসিন্দারা ওই যুবককে বেঁধে গন পিটুনি দেয় বলে অভিযোগ। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা পরান মন্ডল জানিয়েছেন, এলাকায় নেশাগ্রস্ত যুবকদের সংখ্যা বেড়েই চলেছে। কয়েক বছর থেকে নতুনহাট এলাকার দোকানগুলিতে চুরি হচ্ছে। তাই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন।
আরও পড়ুনঃ প্রেমের করুণ পরিণতি! সহপাঠীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আত্মঘাতী অন্তঃসত্ত্বা কিশোরী