বালুরঘাট, ১৫ জানুয়ারিঃ জেল হেপাজত হল কুমারগঞ্জ গণধর্ষণ কান্ডের তিন অভিযুক্তের। গত ৫ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে এক নাবালিকাকে গণধর্ষণ করে পুরিয়ে মারার ঘটনা ঘটে। ৬ তারিখ নাবালিকার অর্ধদগ্ধ ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে সেদিন রাতেই কুমারগঞ্জ থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। পরদিন অভিযুক্তদের বালুঘাট আদালতে তুলে ১০ দিনের পুলিশি হেফাজতে নেয় কুমারগঞ্জ থানার পুলিশ। ১৬ তারিখে বালুরঘাট আদালতে তাদের তোলার কথা থাকলেও একদিন আগেই বুধবার বিকেলে তাদের বালুরঘাট আদালতে আনা হয়। এদিন বালুঘাট অতিরিক্ত জেলা ও দায়রা আদালত(ফাস্ট কোর্টে) অভিযুক্ত তিনজনকে তোলা হয়। সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, এদিন বিচারক দুলাল কর ধৃতদের জেল হেপাজতের নির্দেশ দেন। আগামী ১৭ তারিখ তাদের আবার আদালতে তোলা হবে। পাশাপাশি অভিযুক্তদের পক্ষে কোন আইনজীবী না দাঁড়ানোই এদিন বিচারক তাদের পক্ষে জেলা আইনি পরিসেবা থেকে আইনজীবী নিয়োগের নির্দেশও দেন।
ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় শাস্তি, ২১ মাসের জন্য বহিষ্কৃত দীপা কর্মকার
Online Desk: ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় কড়া শাস্তির মুখে দীপা কর্মকার। ২১ মাসের জন্য অ্যাথলেটিক্স থেকে বহিষ্কার করা হল তাঁকে।...
Read more