ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ি মন্নত কিছুক্ষণের জন্য একেবারে চাঁদের বাড়ি হয়ে গিয়েছিল। শাহরুখ খান, সলমন খান (Salman Khan), সইফ আলি খান (Saif Ali Khan)এবং অক্ষয় কুমার (Akshay Kumar) সকলে হাজির হয়েছিলেন সেখানে। কারণ সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী বদর বিন ফারহান আলসউদ (Badr bin Farhan Al Saud) এসেছিলেন মন্নত-এ। তাঁর সম্মান রক্ষার্থেই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের চাঁদেরা। স্পেনে পাঠান-এর শুটিং শেষ করে ফিরেই শাহরুখ সৌদি আরবের রেড সি ফেস্টিভ্যালের প্রধান মোহম্মদ আল তুর্কিকে নিমন্ত্রণ করেন তাঁর মন্নত-এ। সেখানেই নিমন্ত্রিত হন ফারহান আলসউদও। দুজনের সঙ্গেই শাহরুখ ছবি তোলেন, পোস্টও করেন। সলমন, সইফ ও অক্ষযও ছবি তোলেন অতিথিদের সঙ্গে। এই সব ছবি আলসউদ ও তুর্কি তাঁদের ইন্সটায় শেয়ার করেন এবং এই আলাপে তাঁরা যে বেজায় খুশি, সে কথাও জানিয়েছেন।
বিমানবন্দরে অনুরাগীর আচরণে ক্ষুব্ধ শাহরুখ খান, বাবাকে সামলালেন আরিয়ান
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে অনুরাগীদের সঙ্গে তারকাদের খারাপ ব্যবহার আকছারই ঘটে। তবে এ বিষয়ে ব্যাতিক্রমী বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান...
Read more