ডিজিটাল ডেস্কঃ আজকের নবান্ন অভিযান(Navanna campaign) ত্রিমুখী করার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি আগেই। আর সিদ্ধান্ত অনুযায়ী সাঁতরাগাছি থেকে বিজেপির মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে থাকার কথা ছিল লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহার। পুলিশ অবশ্য শুরুতেই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে। তাঁর সঙ্গে গ্রেপ্তার হন লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহা। এরপর সাঁতরাগাছি মিছিলের নেতৃত্বে আসেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
কার্যত, সাঁতরাগাছি মিছিল যাতে এগোতে না পারে তার জন্য আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল। কিন্তু বিজেপি সেই ব্যারিকেডের দিকে এগোনো মাত্রই শুরু হয়ে যায় গন্ডগোল। অভিযোগ উঠেছে, বিজেপির তরফ থেকে পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত ইঁট, পাথর ছুঁড়ে মারা হচ্ছিল।
পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফ থেকে জমায়েতকে লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে জলকামান, টিয়ার গ্যাসের শেল। এরপর মারমুখী বিজেপি কর্মীদের থামাতে পুলিশ লাঠি নিয়ে তেড়ে যায়। যথারীতি মিছিল ছত্রভঙ্গ হয়ে পড়েছে, শুরু হয়ে গিয়েছে ব্যাপক ধরপাকড়। শেষ পাওয়া খবর অনুযায়ী সাঁতরাগাছির পরিস্থিতি এই মুহূর্তে চরম উত্তেজনাপূর্ণ। রীতিমতো রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এলাকা।
আরও পড়ুনঃ নবান্ন অভিযান শুরুর আগেই আটক শুভেন্দু