শিলিগুড়িঃ নদী পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হল একটি কচ্ছপ। শনিবার সকালে ফুলেশ্বরী নদী থেকে সাফাইকর্মীরা উদ্ধার করেন কচ্ছপটি। জানাগেছে, এদিন সকালে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে যাওয়া ফুলেশ্বরী নদী পরিষ্কার করছিলেন জনা কয়েক পুরনিগমের সাফাই কর্মী। সাফাই করার সময় নদীতে দেখতে পান একটি কচ্ছপকে। এরপরই কচ্ছপটিকে ধরে ফেলেন তাঁরা। খবরটি ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লক্ষ্মী পাল। এরপরই তাঁরা কচ্ছপটি উদ্ধার করে নিয়ে আসেন শিলিগুড়ি পার্কে।বনদপ্তরের পরামর্শে কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হয় পার্কের জলাধারে। এই নিয়ে শিলিগুড়ি পার্কে কচ্ছপের সংখ্যা বেড়ে হল ৪। এদিন উদ্ধার হওয়া কচ্ছপ দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।
বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ড শিলিগুড়ির বহুতলে
শিলিগুড়িঃ বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল একটি বহুতল ভবন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) কলেজপাড়ায়। জানা গেছে, এদিন...
Read more