শিলিগুড়ি: উত্তরবঙ্গের উত্তরের অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলার জন্য মোট ৫৬ হাজার কোভিশিল্ড ভ্যাকসিন কলকাতা থেকে সড়কপথে বুধবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে পৌঁছেছে। রাতে ভ্যাকসিন ভর্তি গাড়ি মেডিকেলের পুলিশ ফাঁড়িতে রাখা ছিল। আজ সকাল থেকে ভ্যাকসিন মেডিকেলের কমিউনিটি মেডিসিন বিভাগে নামানো হয়। সেখান থেকে বিভিন্ন জেলায় ভ্যাকসিন গাড়িতে করে রওনা হয়েছে। দার্জিলিং জেলার জন্য ১৮ হাজার স্যাম্পল প্রথম পর্যায়ে এসেছে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রওনা হচ্ছে ভ্যাকসিন
- Advertisement -