ডিজিটাল ডেস্ক : এক মহিলাকে অপহরণ করে জঙ্গিদের লাগামহীন অত্যাচারের কাহিনী রাষ্ট্রসঙ্ঘের সামনে এল। বুধবার কঙ্গো পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের আলোচনা চলার সময় একটি ঘটনার কথা তুলে ধরেন কঙ্গোর নারী অধিকার রক্ষা সংগঠনের প্রেসিডেন্ট জুলিয়েন লুসেঞ্জ। তিনি জানান, কঙ্গোর এক মহিলা কোডেকো জঙ্গিদের হাতে ধরা পড়েছিলেন। জঙ্গিরা তাঁকে বারংবার ধর্ষণ করার সাথে মানুষকে মেরে তাঁর মাংস রান্না করে খেতে বাধ্য করেছিল ঐ মহিলাকে। কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসার সময় ওই মহিলা আরো এক জঙ্গিগোষ্ঠীর হাতে পড়ে। তাঁরাও একই আচরণ করে ওই মহিলার সাথে। সেখান থেকে ওই মহিলা কোনোরকমে পালিয়ে আসতে সমর্থ হয়েছেন। ঘটনাটি শুনে স্তব্ধ হয়ে যায় নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি। প্রসঙ্গত, কঙ্গোয় দীর্ঘদিন যাবত চলছে গৃহযুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এই অবস্থায় ঐ অঞ্চলের নারীদের সুরক্ষার বিষয়টি যে রীতিমতন প্রশ্নের মুখে পড়েছে তা বলাইবাহুল্য।
ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা
ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেপ্তার করল খড়িবাড়ি(Kharibari) থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের একটি...
Read more