উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: বিস্ময় স্থাপত্য। বিশ্বের সর্বোচ্চ রেলসেতু গড়ে উঠতে চলেছে ভূস্বর্গে। যা কি না আগামীতে পর্যটকদের নজর কাড়তে চলেছে। নির্মীয়মান ওই সেতুর ছবি তুলে ধরে টুটারে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল লেখেন, এটি পৃথিবীর উচ্চতম রেলসেতু হতে চলেছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, সেতুর কাজ প্রায় শেষের পথে।
জম্মু-কাশ্মীরের চিনাব নদীর উপর তৈরি হতে চলেছে বিশ্বের উচ্চতম ওই সেতু। যার আনুমানিক উচ্চতা প্রায় ৩৫৯ মিটার। ১ হাজার ৩৫৯ মিটার লম্বা ওই সেতুর নির্মাণ কাজে বরাদ্দ হয়েছে আনুমানিক ১ হাজার ২৫০ টাকা। নির্মীয়মান ওই সেতুর কাজ প্রায় শেষের পথে। নির্মীয়মান ওই সেতু দেশের অন্যান্য় অংশের সঙ্গে জুড়তে চলেছে কাশ্মীরকে। জানা গিয়েছে, ধনুকের মতোন বাঁকানো ওই রেলসেতুর উচ্চতা হার মানাতে চলেছে আইফেল টাওয়ারকেও।
সালটা ২০০৪। বিশ্বের উচ্চতম রেলসেতু নির্মাণের কাজ শুরু হয়। তবে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে তৎকালীন কেন্দ্র সরকার নির্মাণকাজ বন্ধ করে দেয়। এরপর কেটে গিয়েছিল এক দশকের বেশি সময়। ২০১৭ সালে মোদি জামানায় ফের একবার শুরু হয় সেতু নির্মাণ কাজ। যা প্রায় শেষের পথে। বিশেষ সূত্রের খবর, নির্মীয়মাণ ওই সেতু শক্তিশালী বিস্ফোরকের আঘাত সহ্য করার ক্ষমতা রয়েছে। এছাড়াও রিখটার স্কেলে ৮ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা সহন ক্ষমতা রয়েছে।