রায়গঞ্জ ২১ মার্চঃ ফের চুরির অভিযোগ উঠল রায়গঞ্জের কর্ণজোড়া আবাসনে। এবার আইসিডিএস দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মীর কোয়াটারে চুরি ঘটনা ঘটল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রুপ-ডি কর্মীর রাজু সরকার বিশেষ কাজে গ্রামের বাড়ি মহারাজা হাট এলাকায় গিয়েছিলেন। সেই সুযোগে তাঁর ঘরের তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও একটি এটিএম কার্ড নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা।
রাজু বাবু জানান, তিনি ঘরে ঢুকে দেখেন সব কিছু লন্ডভন্ড। আলমারির তালা ভেঙে চুরি করা হয়েছে সোনার অলংকাল।
বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস ধরেই বারবার চুরির ঘটনা ঘটে গোটা এলাকা জুড়ে। এমনকি পুলিশ সুপারের দপ্তরের এক কিলোমিটারের মধ্যেও চুরির ঘটনা ঘটেছে। বারবার এই ধরনের ঘটনা ঘটায় ক্ষুব্ধ বাসিন্দারা।
রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমারের জানান, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলার সর্বত্র পুলিশের নজরদারি রয়েছে। প্রত্যেকটি চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর মধ্যেই বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিনের ঘটনারও তদন্ত শুরু হয়েছে।
রায়গঞ্জ মেডিকেলে অক্সিজেনের অভাবে যুবকের মৃত্যু!
রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মেডিকেল কলেজ ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
Read more