দিনহাটা: গয়নার দোকানে চুরিকে কেন্দ্র করে হুলুস্থুলু পরিস্থিতি দিনহাটার (Dinhata) গোসানি রোডে। রবিবার সকালে বেণু কর্মকার নামে ব্যবসায়ী দোকান খুলতে গিয়ে দেখেন, সেখানকার ড্রয়ারের জিনিসপত্র এলেমেলো অবস্থায় রয়েছে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা পাশাপাশি দু’টি দোকানেও তাণ্ডব চালিয়েছে। তবে দোকানে থাকা সালফিউরিক অ্যাসিড পড়ে যাওয়ায় চোরেরা সম্ভবত ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ব্যবসায়ী বেণু কর্মকার জানান, রুপোর গয়না ছাড়া তেমন কিছু চুরি যায়নি। দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: Timber Smuggling | পাচারের আগে অসম-বাংলা সীমানায় বাজেয়াপ্ত বার্মা টিক