বালুরঘাট: চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের ডাকবাংলো পাড়ায়। আলমারির লকার খুলে সোনার গয়না ও নগদ টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতী।
বাড়ির মালিক বাবুজি দাস ঘুম থেকে উঠে দেখতে পান, খাটের পাশে থাকা আলমারি লন্ডভন্ড এবং জামাকাপড় সব মেঝেতে পড়ে রয়েছে। লকারের ভেতরের সমস্ত কিছু উধাও। শনিবার রাতে দুষ্কৃতী বারান্দার গ্রিলের তালা ভেঙে দরজা খুলে ভেতরে ঢুকেছিল বলে অভিযোগ।
- Advertisement -
বাড়ির মালিক বাবুজি দাস বলেন, ‘শুধু সোনার গয়নাই নয়, নগদ প্রায় ২০ হাজার টাকাও চুরি গিয়েছে। চুরির আগে আশপাশের বাড়িতেও দুষ্কৃতী বাইরে থেকে দরজার ছিটকানি লাগিয়ে রেখেছিল। যাতে কোনওরকম শব্দে প্রতিবেশীরা কেউ বেরিয়ে আসতে না পারেন।
রবিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। ঘটনাস্থল থেকে সোনার গয়নার খালি বাক্স ও একটি হাসুয়া উদ্ধার হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।