ডালখোলা, ৪ মার্চঃ দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ডালখোলা বাসস্ট্যান্ড এলাকায়। মঙ্গলবার ভোররাতে ডালখোলা ববাসস্ট্যান্ডের ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি মুদি দোকানে ঘটনাটি ঘটে। এই বিষয়ে দোকান মালিক কমলচন্দ্র সরকার বলেন, ‘বুধবার ভোরে এক প্রতিবেশী এসে খবর দেয় দোকানের শাটার ভাঙা রয়েছে। এরপর তড়িঘড়ি দোকানে গিয়ে দেখি দোকানের শাটার ও ক্যাশবাক্স ভাঙা। সব মিলিয়ে আনুমানিক দুই লক্ষ টাকা চুরি হয়েছে।’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ। এই বিষয়ে ডালখোলা থানার ওসি মনজিৎ দাস বলেন, ‘এলাকার কয়েকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। শীঘ্রই দুষ্কৃতীদের ধরা হবে।’ ঘটনার তদন্ত চলছে।
কাজি নজরুল ইসলামের মূর্তি বসল ইসলামপুরে
ইসলামপুর: কাজি নজরুল ইসলামের মূর্তি বসল ইসলামপুরে। বুধবার পুরসভার তরফে নিউ টাউন রোডের পাশে কোর্ট ময়দান সংলগ্ন এলাকায় বিদ্রোহী কবির...
Read more