শীতলকুচি: তিনটি গয়নার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার রাতে শীতলকুচি(Shitalakuchi) ব্লকের গোঁসাইরহাট বাজারে ঘটনাটি ঘটেছে। কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। রাতে ব্যবসায়ী সমিতির প্রহরী এবং পুলিশ থাকার পরেও চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থালে গিয়েছে শীতলকুচি থানার পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন ঘটনাস্থলে।
ব্যবসায়ী হিমাংশু রায় জানান, শাটার ভেঙে দুষ্কৃতীরা তাঁর দোকানে ঢোকে। রুপোর গয়না চুরি হয়েছে। তবে দোকানের লকার ভাঙতে পারেনি। অপর ব্যবসায়ী মেঘনাদ রায় জানান, তাঁর দোকানের লোকার ভেঙে সোনা ও রুপো চুরি করেছে দুষ্কৃতীরা। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে গিয়েছে তারা। এছাড়া গোপাল মোহন্ত নামে আরও এক ব্যবসায়ীর দোকানেও চুরি হয়েছে। গোঁসাইরহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তমকুমার বর্মন জানান, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানানো হবে। প্রহরীরা রাতে কোথায় ছিল, তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে, শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ Siliguri | অনীতের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ, হামরো প্রধানের কুশপুতুল পোড়াল বিজিপিএম