সামসী: গভীররাতে বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। মালদার (Malda) মালতিপুরের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন খানপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, মহম্মদ বাদিরুদ্দিন নামে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা চুরি গিয়েছে। রবিবার এই ঘটনায় তিনি চাঁচল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শনিবার বিকেলে সপরিবারে রতুয়া-১ ব্লকের সামসীর মতিগঞ্জে শ্বশুরবাড়ি গিয়েছিলেন মহম্মদ বাদিরুদ্দিন। রাতে সেখানেই ছিলেন তাঁরা। এদিন ঘটনার খবর জানতে পেরে বাড়িতে ছুটে আসেন বাদিরুদ্দিন। দেখেন, শোবার ঘরের বাক্সের তালা ভাঙা। সেখান থেকে কয়েক ভরি সোনা ও রুপোর গয়না এবং কয়েক হাজার টাকা খোয়া গিয়েছে। ঘর থেকে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র চুরি গিয়েছে বলে জানিয়েছেন বাদিরুদ্দিন। ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।