জয়গাঁ: ঘড়ি সহ বৈদ্যুতিক যন্ত্রাংশের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে জয়গাঁর অন্যতম প্রধান সড়ক এনএস রোডের কাছে একটি দোকানে।
দোকান মালিক বীরেন্দ্র শর্মা জানান, এদিন সকালে এসে তিনি দোকানের দরজা তালা ভাঙা অবস্থায় দেখেন। দোকানে ঢুকতেই দেখা যায়, জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। দোকানের অনেক জিনিসও খোয়া গিয়েছে। আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনায় জয়গাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।