তুফানগঞ্জ: তুফানগঞ্জ থানার ঢিল ছোঁড়া দূরত্বে রাতের অন্ধকারে একটি বাড়িতে সোমবার রাতে বড় ধরনের চুরির ঘটনা ঘটল। তুফানগঞ্জ(Tufanganj) শহরের ৭ নম্বর ওয়ার্ডের থানা মোড়ের ঘটনা। জানা গিয়েছে, বাড়ির মালিক চন্দন বসাক তাঁর স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য বেঙ্গালুরু গিয়েছেন। বাড়িতে কেউ ছিলেন না। দেখভালের দায়িত্ব প্রতিবেশী এক মহিলার উপর ছিল। এদিন ওই মহিলা এসে দেখেন ঘরের দরজা ভাঙা। এরপর তিনি চন্দন বসাকের আত্মীয়দের খবর দিলে তাঁরা এসে দেখেন ঘরে রাখা জিনিসপত্র এদিক ওদিকে পড়ে রয়েছে। ঘরে থাকা নগদ টাকা ও সোনার গয়না চুরি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন : কোচবিহারের মৃত ১০ পুণ্যার্থীর পরিবারকে ক্ষতিপূরণ রাজ্যের