গাজোল: সোনার গয়না পরিষ্কারের নাম করে তা হাতিয়ে নিল দুষ্কৃতীরা! ঘটনাটি ঘটেছে গাজোলের আদর্শপল্লি এলাকায়।
জানা গিয়েছে, সোনা, রুপো, পিতল সহ বিভিন্ন ধাতু পরিষ্কার করার সামগ্রী বিক্রি করতে আসে দুই যুবক। সেই সামগ্রী নিয়ে তারা বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছিল। এরই মধ্যে ওই দুই যুবক ফুলো কর্মকার নামে এক বৃদ্ধার বাড়িতে গিয়ে তাঁর কানের দুল জোড়া বিনে পয়সায় পরিষ্কার করে দেওয়ার কথা বলে। অভিযোগ, ওই বৃদ্ধা তাঁর কানের দুল খুলে দুই যুবককে দেন। পরিষ্কার করার নামে তারা ওই দুল জোড়া একটি প্যাকেটে রাখে। আধঘণ্টা পর প্যাকেটটি খুলতে বলে তড়িঘড়ি সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। পরে সেই প্যাকেট খুলতেই দেখা যায়, তার ভেতরে দুল জোড়া উধাও। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বৃদ্ধার পরিবারের সদস্যরা।
আরও পড়ুন : পুকুর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার