ফালাকাটা: হনুমান মন্দিরে চুরি। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে ফালাকাটার(Falakata) ১৪ নম্বর ওয়ার্ডের মসল্লাপট্টি এলাকায়। মঙ্গলবার মন্দিরে পুজোর আয়োজন করতে এসে স্থানীয়দের বিষয়টি নজরে পড়ে। মসল্লাপট্টি হনুমান মন্দির কমিটির সভাপতি দেবাশিস তালুকদার জানান, মন্দিরের দরজার কাচ ভাঙা রয়েছে। হনুমান মূর্তির মাথার রুপোর মুকুট, সোনার চোখ, আংটি সহ আরও বেশকিছু গয়ন চুরি হয়েছে। আনুমানিক প্রায় দু’লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে। ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
জমির নথি নিয়ে অমর্ত্য সেনের বাড়িতে মমতা, নাম না করে নিশানা করলেন বিশ্বভারতীকে
বোলপুর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জমি দখলের অভিযোগ ঘিরে অমর্ত্য এবং...
Read more