কোচবিহার : লকডাউন চলাকালীন কোচবিহারের মরাপোড়া সংলগ্ন এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্বপনকুমার হোম নামে এক ব্যক্তির ভাড়াবাড়িতে চুরি হয়েছে। গত ১০ বছর ধরে তিনি মরাপোড়া সংলগ্ন এলাকায় ভাড়া থাকেন। লকডাউনের কারনে ৩ এপ্রিল তিনি তার গ্রামের বাড়িতে যান। বুধবার সকালে তিনি ভাড়াবাড়িতে এসে চুরির ঘটনা দেখতে পান। পরে তিনি কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্বপনবাবু বলেন, ‘বুধবার সকালে ভাড়াবাড়িতে এসে দেখি ঘরের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পাই আলমারি, ট্রাঙ্ক এবং সমস্ত জিনিসপত্রও অগোছালো অবস্থায় রয়েছে। সোনার শাখা বাঁধানো, কানের দুল, নগদ ৬০০০ টাকা এবং কাঁসার বাসন সব মিলিয়ে প্রায় ১ লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়েছে। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’ কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।