বালুরঘাট, ২৩ সেপ্টেম্বরঃ দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। রবিবার ভোররাতে শহরের রথতলা এলাকায় একটি বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে এক দুষ্কৃতি। এরপরই ওই বাড়ির এক যুবতির গলায় বটি ঠেকিয়ে তাঁর সোনার কানের দুল সহ নগদ কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতি। এই ঘটনায় বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।