বর্ধমান, ১ এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমানের দুইটি নার্সিংহোমকে করোনা চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়েছে। বুধবার ওই দুইটি নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখেন দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের দায়িত্বে থাকা নোডাল অফিসার রাজেশ সিনহা। এদিন তিনি প্রথমে বর্ধমান শহরের উপকণ্ঠে গোদায় স্বাস্থ্য উপনগরীর একটি নার্সিংহোমে যান। জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ জেলার স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
নার্সিংহোমটির সমস্ত পরিকাঠামো সরজমিনে দেখে নোডাল অফিসার সন্তোষ প্রকাশ করেন। এরপর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়েই তিনি যান বর্ধমানের বামচাঁদাইপুরে অপর একটি নার্সিহোমে। ২ নম্বর জাতীয় সড়কের ধারের এই নার্সিংহোমের পরিকাঠামোও তাঁরা খতিয়ে দেখেন। পরে জেলাশাসকের অফিসে নোডাল অফিসার বৈঠক করেন। সেখানে স্থির হয়েছে, স্বাস্থ্য উপনগরীর নার্সিহোমটি করোনা পজিটিভ সেন্টার করা হবে। বামচাঁদাইপুরের নার্সিংহোমটি করোনা সাসপেক্ট সেন্টার হিসেবে কাজ করবে।
কিডনির সমস্যা ? মেনে চলুন এই নিয়মগুলি
ডিজিটাল ডেস্ক: বয়স বাড়ার সাথে সাথে অনিয়মিত খাবার কিংবা পেশাগত কারণে অনিয়মিত জীবনচর্চা পরবর্তী সময়ে বড় শারীরিক সমস্যার অন্যতম কারণ...
Read more