নয়াদিল্লি: ৫৫ বছরের ভারতীয় ইতিহাসে প্রথম! রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকছেন না কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান। বৃহস্পতিবার এমনটাই জানালেন বিদেশ মন্ত্রকের তরফে অনুরাগ শ্রীবাস্তব। করোনা পরিস্থিতির জেরে প্রতিবছরের তুলনায় কম জোরদার অনুষ্ঠানের আয়োজন করা হবে।
Due to the global COVID19 situation, it has been decided that this year there will not be any foreign head of state or government as the chief guest for our Republic Day event: Anurag Srivastava, MEA Spokesperson pic.twitter.com/y1da7cIzoJ
— ANI (@ANI) January 14, 2021
ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আমন্ত্রন জানিয়েছিলেন। সেই আমন্ত্রন গ্রহনও করেছিলেন তিনি। চলতি মাসের শেষে ভারত সফরে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর। তবে, তাতে বাধা দেয় ‘বহুরূপী’ করোনা। লকডাউন জারি হয় ওই দেশে। ফলে নিরুপায় হয়ে ভারত সফর বাতিল করেন বরিস জনসন। তারপরই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় কোভিড পরিস্থিতির জন্য এবছর কোনো রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকতে পারছেন না। পাশাপাশি এবছর দুরত্ববিধি সহ সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনেই কুচকাওয়াজ করা হবে। পথযাত্রার দৈর্ঘ্যও কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রবেশের ক্ষেত্রে থাকছে নানা নিষেধাজ্ঞা।