বানারহাট: স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষকদের বসার জন্য কোনও বেঞ্চ বা চেয়ার নেই। নেই বিদ্যুৎ সংযোগও। শিক্ষকরা কোনওমতে নিজেদের উদ্যোগে দুটি চেয়ারের বন্দোবস্ত করলেও পড়ুয়ারা ক্লাস করছে শ্রেণিকক্ষের মেঝেতে বসেই। ঘটনাটি বানারহাট টিজি ডিভিশন লাইন প্রাথমিক বিদ্যালয়ের। স্কুল পরিদর্শক অবশ্য বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
স্কুল সূত্রে জানা গিয়েছে, পাঁচটি শ্রেণিতে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ১২০ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের বসার কোনও বেঞ্চ নেই। ছোট ছোট দুটি শ্রেণিকক্ষের মেঝেতে ছাত্রছাত্রীদের গাদাগাদি করে বসিয়ে চলছে পঠনপাঠন। খোলা আকাশের নীচে বসে মিড-ডে মিল খেতে হয় পড়ুয়াদের। অভিভাবক সুজাতা ওরাওঁ, জ্যোতি ওরাওঁয়ের বক্তব্য, এখন এভাবে চললেও বর্ষায় সমস্যা হবে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বিদ্যালয়ের টিচার ইনচার্জ বীরকুমার কামি বলেন, ‘সমস্যার কথা স্কুল পরিদর্শক ও বিডিওকে জানিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’ ধূপগুড়ি ৪ নম্বর সার্কলের স্কুল পরিদর্শক শেফালী ওরাওঁ বলেন, ‘ওই স্কুলটি নতুন। স্কুল কর্তৃপক্ষ যদি আবেদন করে থাকে, তাহলে অবশ্যই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন জলপাইগুড়ি ফুটবল অ্যাকাডেমি