ডিজিটাল ডেস্ক: সারা রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণ। কোনোভাবেই সংক্রমণ ছড়ানোকে আটকানো যাচ্ছেনা। এরমধ্যেই আবার গঙ্গাসাগর মেলা উৎকণ্ঠা বাড়াচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় দেখা যাচ্ছে, বাংলায় সামান্য সংক্রমণ বেড়েছে এবং পজিটিভিটি রেট কমেছে অন্তত ২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২২১৫৫ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। অন্যদিকে বুধবার ডায়মণ্ড হারবারে রেকর্ড সংখ্যক করোনা টেস্ট হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, একদিনে করোনা মুক্ত হয়েছেন ৮১১৭ জন যা দৈনিক আক্রান্তের তুলনায় প্রায় তিনগুণ বেশী বলে মনে করা হচ্ছে। বাংলায় এইমুহুর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা লক্ষাধিক পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই কলকাতায় গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছে ৭০৬০ জন। কলকাতার পরেই যথারীতি তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা। গত 24 ঘন্টায় সেখানে করোনা পজিটিভ ৪৩২৬ জন। সবমিলিয়ে রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে।
প্রশাসনিক কাজ বুঝতে বিভিন্ন দপ্তরে ঘুরল কন্যাশ্রীরা
গাজোল: বিভিন্ন দপ্তরে কী ধরনের কাজ হয়, কোন কোন দপ্তরের মানুষ কী ধরনের সুবিধা পেতে পারে এমনকি হাসপাতালে সাধারণ মানুষ...
Read more