ডিজিটাল ডেস্ক: কলকাতা শহরের অন্যতম যাতায়াতের মাধ্যম হলো মেট্রো। এবং মেট্রো স্টেশনগুলির মধ্যে পার্ক স্ট্রিট অন্যতম। কিন্তু এবার এই পার্ক স্ট্রিটের নাম বদলে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। কার্যত স্টেশনের ব্র্যান্ডিংয়ের জন্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এর সঙ্গে কলকাতা মেট্রোরেলের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বুধবার। আর সেই অনুযায়ী আর এক সপ্তাহের মধ্যেই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের নাম বদলে যেতে চলেছে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বারোটি মেট্রো স্টেশনকে ব্র্যান্ডিং করা হবে, যার মধ্যে পার্ক স্ট্রিট একটি। খুব স্বাভাবিকভাবেই ব্যান্ডিং এর ফলে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ভোল বদলে যাওয়ার সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন : চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান, কলেজ স্ট্রিটে উত্তেজনা