দিনহাটা : করোনা ভাইরাস প্রতিরোধে কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে দিনহাটা পুরসভার অন্তর্গত ওয়ার্ডগুলির বাড়িতে বাড়িতে গিয়ে থার্মাল স্কিনিং শুরু হল। করোনার জেরে বিপর্যস্ত গোটা দেশ। ইতিমধ্যেই রাজ্য সরকার করোনা প্রতিরোধে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। এই রোগ প্রতিরোধে যেমন সচেতনতা জরুরি, তেমনি প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা নিরীক্ষা। তবেই দেশ তথা রাজ্যকে করোনার হাত থেকে বাঁচানো যেতে পারে।
দিনহাটা পুর এলাকার বাসিন্দাদের করোনার হাত থেকে বাঁচাতে পুর প্রশাসন ইতিমধ্যে পুর এলাকার সমস্ত বাজারগুলিকে অন্যত্র সরিয়ে দিয়েছে। লকডাউন সফল করতে পুলিশ-প্রশাসনও গত কয়েকদিন ধরে যথাযথ ভূমিকা গ্রহণ করে চলেছে। এরপরেও যাতে বাসিন্দাদের কথা ভেবে থার্মাল স্কিনিং প্রক্রিয়া শুরু হল। জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক ওয়ার্ডে তা শুরু হল। স্বাভাবিকভাবেই শহরের বাসিন্দারা জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
দিনহাটা পুর এলাকার বাসিন্দা সুনীল দে বলেন, করোনা নিয়ে আট থেকে আশি সকলেই আতঙ্কিত। তাই স্বাস্থ্যকর্মীদের এই প্রাথমিক পরীক্ষা বাসিন্দাদের অনেকটাই ভরসা যোগাবে বলে মনে হয়।পাশাপাশি সাধারণ অসুখ নিয়ে অনেকের মনে যে সন্দেহ দানা বাধে, তাও মিটবে বলে মনে হচ্ছে। মহকুমাশাসক শেখ আনসার আহমেদ বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই থার্মাল স্কিনিং করছেন।পাশাপাশি আশাকর্মীরাও ব্লক স্তরে বাড়ি বাড়ি গিয়ে এই পরীক্ষা করবেন।