নয়াদিল্লি: বিশ্বের অন্যতম সেরা কোম্পানি হিসেবে বিবেচিত হয় গুগল, মাইক্রোসফট, টুইটার, অ্যাডোব, আইবিএম। তবে জানেন কি বিশ্বের অন্যতম সেরা এই ৫টি কোম্পানির সিইও (চিফ এগজিকিউটিভ অফিসার) পদে রয়েছেন ভারতীয় বা ভারতীয় বংশদ্ভূত কেউ না কেউ। বর্তমানে টেক জায়ান্ট গুগলের সিইও পদে রয়েছেন সুন্দর পিচাই। অপর টেক জায়ান্ট মাইক্রোসফটের সিইও পদে আছেন সত্য নাদেল্লা। জ্যাক ডরসে ইস্তফা দেওয়ায় টুইটারের নতুন সিইও হয়েছেন বম্বে আইআইটির প্রাক্তন ছাত্র পরাগ আগরওয়াল। অ্যাডোবের সিইও পদে আছেন শান্তনু নারায়ণ। অন্যদিকে, আইবিএমের বর্তমানে চিফ এগজিকিউটিভ অফিসার অরবিন্দ কৃষ্ণ। এই পাঁচজনই ভারতীয় বা ভারতীয় বংশদ্ভূত।
আর্থিক মন্দার মুখে গুগল, একাধিক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত
ডিজিটাল ডেস্ক: অর্থনৈতিক মন্দার মুখে গুগল (Google), মাইক্রোসফটের মত নামিদামি তথ্যপ্রযুক্তি সংস্থা। ফলে সংস্থার বৃদ্ধি বাড়াতে কর্মী ছাঁটাই এর পথে...
Read more