ডিজিটাল ডেস্ক : খুব বেশিদিন বিয়ে হয়নি রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt)। কিন্তু তার মধ্যেই তাঁদের জীবনে আসতে চলেছে বড় সুখবর। আলিয়া ভাট নিজেই এই সুখবর ভাগ করে নিয়েছেন তাঁর ইনস্টাগ্রামে। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এবার মা হতে চলেছেন আলিয়া ভাট। যখন রণবীর এবং আলিয়ার ব্রহ্মাস্ত্র ছবি মুক্তির দিন গুনছে, ঠিক তখনই আরও একটি বড় খবর সামনে এল। প্রসঙ্গত জানা গিয়েছে, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আলিয়া ভাট একটি হাসপাতালে ইউএসজি টেস্টের ছবি শেয়ার করে নিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে তাঁর পাশে রয়েছেন স্বামী রণবীর কাপুর। কার্যত আলিয়ার মা হওয়ার খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ গতিতে। করণ জোহর থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সেলেব বন্ধুরা আলিয়াকে তো শুভেচ্ছা জানাচ্ছনই। কিন্তু তার সাথে রয়েছে আলিয়ার ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও শুভেচ্ছা।
View this post on Instagram
আরও পড়ুন : কেকের চলে যাওয়ার পর নজরুল মঞ্চে অনুষ্ঠান করে গেলেন সোনু নিগম