নয়াদিল্লি: ‘কাঁচা বাদামে’র পর এবার নেটদুনিয়া কাঁপাচ্ছে ‘নিম্বু পানি’ গান। শুধু তাই নয়, গানের সঙ্গে বিক্রেতার লেবুর শরবত বানানোর কায়দাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গাইতে গাইতে নিম্বু পানি বা লেমন সোডা বানাচ্ছেন এক ব্যক্তি। দোকানটি ছোট্ট হলেও চারদিকে ক্রেতাদের ভিড় বেশ ভালোই। লেবুর শরবত খাওয়ার পাশাপাশি সকলেই উপভোগ করছেন বিক্রেতার অভিনব কায়দাও।
এর আগে বাংলার ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর ঠেলাগাড়িতে কাঁচা পেয়ারা ও কালো আঙুর বিক্রি করতে করতে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন দেশের অন্য প্রান্তের আরও এক ব্যক্তি। ফল বিক্রি করার ফাঁকে ফাঁকে গান গাইছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল ভিডিওটি।
আরও পড়ুন : গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা কিশনগঞ্জে