ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল অনন্যা পান্ডে এবং ইশান খট্টর সম্পর্কে জড়িয়েছেন। প্রসঙ্গত, ‘খালি পিলি’ শুটিংয়ের সময় থেকেই এই গুঞ্জন তীব্র হয়। এরপর নানান সময়ে ইশান খট্টর এবং অনন্যা পান্ডেকে একসঙ্গে দেখা গিয়েছে বহু জায়গায়। একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। কিন্তু শেষমেশ এই সম্পর্কের অবসান হল। সম্পর্কের ইতি টানলেন দুই তারকা। তাঁদের তরফ থেকেই এই সংবাদ এসেছে তাঁদের অনুরাগীদের কাছে। তবে ইশান খট্টর এবং অনন্যা পান্ডে দুজনেই জানিয়েছেন, সম্পর্কে ছেদ এলেও তাঁরা অভিনয়ের স্বার্থে আগামী দিনে একসঙ্গে কাজ করবেন এবং পেশাদার সম্পর্ক বজায় রাখবেন। আপাতত দুজনেই নিজেদের ক্যারিয়ারের উপর ফোকাস করছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: আরআরআর ছবির লিংক ফাঁস, জানতে পেরে কড়া সিদ্ধান্ত নির্মাতাদের