ডিজিটাল ডেস্ক : নরেন্দ্র মোদির(Narendra Modi) কেন্দ্রে এবার মমতার বঙ্গভবন হতে চলেছে। জানা যাচ্ছে, ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে মুখ্য সচিব রাজ্যের পূর্ত দপ্তরকে নকশা প্রস্তুতির কাজ শুরুর নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেনারসে বঙ্গভবন তৈরীর আগ্রহ প্রকাশ করেছিলেন। আর সেই আগ্রহ এবার বাস্তবায়িত হতে চলেছে বলেই জানা যাচ্ছে। তবে এই নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির। উত্তরপ্রদেশে তৃণমূলের বঙ্গভবন প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukant Majumdar) করেছেন তীব্র কটাক্ষ। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন বারাণসীতে বঙ্গভবন করে কি হবে? অন্যদিকে সুকান্ত মজুমদারকে পাল্টা একহাত নিয়েছেন কুণাল ঘোষ। তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, বাঙালীদের কথা ভেবেই তৈরী হচ্ছে বঙ্গভবন। খুব স্বাভাবিকভাবেই বঙ্গভবন নিয়ে যে এবার আলোচনা বাড়বে তা নিশ্চিতভাবেই বলা যায়।
আরও পড়ুন : কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন ফারুক আবদুল্লাহ