ডিজিটাল ডেস্ক : এটিএম ভেঙে টাকা চুরির ঘটনার কথা তো অনেকই শোনা যায়। কিন্তু এবার এটিএম ভাঙার ঝুঁকি নিলনা দুষ্কৃতীরা। বরং এটিএম উপড়ে নিয়ে পালাল তাঁরা। এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে গত ২৬ শে জানুয়ারি রাজস্থানের
আজমেরে (Ajmer) । পুলিশি সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের আজমেরের আরাইন এবং রূপনগর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এটিএমগুলিতে দুষ্কৃতীরা মুখোশ পরে ঢোকে। যে কারণে তাঁদের মুখ দেখা যায়নি। এরপর তাঁরা যন্ত্রের সাহায্যে বিশেষ উপায়ে এটিএম মেশিনগুলি উপড়ে নেয় এবং পালিয়ে যায়। শুধুমাত্র একটি এটিএম নয়, দু-দুটি এটিএম মেশিন এভাবে উপড়ে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। পুলিশি সূত্রে জানা গিয়েছে, একটি এটিএমে ছিল ৮ লক্ষ টাকা এবং অন্যটিতে ছিল ৩০ লক্ষ টাকা। পুলিশের অনুমান একই দলের তরফ থেকে এই দুটি ডাকাতি করা হয়েছে। আপাতত সিসিটিভি ক্যামেরার সূত্রই ভরসা। পুলিশ জোরদার তল্লাশি শুরু করেছে ডাকাতদের খোঁজে।
আরও পড়ুন : যোশিমঠের মতো ফাটল এবার মুসৌরি-হৃষীকেশ-নৈনিতালেও!