ডিজিটাল ডেস্কঃ গত দু’বছর পর এবার হল জুড়ে আসছে বাংলা ছবি। এমনিতেই বছরের শুরু থেকেই বাংলা ছবি হিট। তারপর এ বছর আর কোন কোন ছবি আসতে চলেছে, তাদের অনেকের নাম ইতিমধ্যেই প্রকাশিত। দেব ও রুক্মিণী জুটির ‘কিশমিশ’ আসছে এপ্রিল মাসের ২৯ তারিখে। আবার ক্যামেলিয়া ও ভেঙ্কটেশের যৌথ প্রযোজনায় ‘খেলা যখন’, ‘ব্যোমকেশ’… এই দুটি ছবি আসছে যথাক্রমে ১ জুলাই এবং ১১ অগাস্ট। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ‘তীরন্দাজ শবর’ মুক্তি পাচ্ছে ২৭ মে। আগামী ১৭ জুন মুক্তি পাবে ‘মায়াকুমারী’। এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অরুণিমা প্রমুখ। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ আসছে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখে। এখনও অবধি ঠিক আছে, ‘ইস্কাবনের বিবি’ আসবে ১৬ ডিসেম্বর।
আরও পড়ুনঃ কঙ্গনার সঙ্গে কি ছবি করবেন বিবেক?