রায়গঞ্জ: ডালখোলা বাজারের ভিতর দিয়ে বাস চালাতে বাধ্য করা হলে আগামীতে শিলিগুড়ি (Siliguri) রুটের সমস্ত বাস বন্ধের হুমকি দিলেন উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সোমবার দুপুরে সংগঠনের তরফে নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। সংগঠনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, ‘প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি করে শিলিগুড়িগামী সব গাড়িগুলোকে ডালখোলা বাজারের ভেতর নিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। ডালখোলার রেলগেট একবার বন্ধ হলে ১৫ থেকে ২০ মিনিট বন্ধ থাকছে। ফলে তীব্র যানজট হচ্ছে। বাসগুলো যাত্রী পাচ্ছে না। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তবুও গাড়িগুলোকে করণদিঘির বিধায়ক, ডালখোলা পুরসভার চেয়ারম্যান, ডালখোলার পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী সমিতি ডালখোলার ভিতর দিয়ে চালাতে বাধ্য করছেন।‘ প্লাবনবাবু আরও জানান, আরটিও-র পক্ষ থেকেও জানানো হয়েছে যে গাড়িগুলোর পারমিট ডালখোলা বাজার আছে সেগুলো বাজারের ভেতর দিয়েই নিয়ে যেতে হবে। যদিও এসব গাড়িগুলোর পারমিট ডালখোলা বাজার বলে আলাদা করে উল্লেখ নেই। এভাবে যদি চাপ সৃষ্টি হতে থাকলে তবে তাঁরা অনির্দিষ্টকালের জন্য চার জেলার গাড়িগুলো বন্ধ রাখতে বাধ্য হবেন। যদিও করণদিঘির বিধায়ক গৌতম পালের দাবি, জোর করে বাস চালানো হচ্ছে এটা ভুল কথা। ডালখোলার সাধারণ মানুষের কথা চিন্তা করেই বাজারের ভিতর দিয়ে বাস চালানোর জন্য আবেদন জানানো হয়েছে বাস মালিকদের।
এছাড়াও দক্ষিণ দিনাজপুরগামী বেসরকারি বাসগুলি গত রবিবার থেকে পুরোপুরি বন্ধ। রায়গঞ্জ থেকে কোনও বাস বালুরঘাটে যাচ্ছে না,আবার বালুরঘাট থেকে কোনও বাস আসছে না। রাস্তায় অটো টোটোর অনিয়ন্ত্রিত চলাচলের জন্য বারবার ব্যবস্থা নেওয়ার কথা বলেও কোনও সুরাহা না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্লাবনবাবু। এদিন প্লাবন প্রামাণিক বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি স্বাধীনভাবে বাস চালানোর অধিকার না দিলে পুরোপুরিভাবে বাস চালানো বন্ধ রাখব আমরা।‘ এদিন রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডে বালুরঘাট ও শিলিগুড়ি রুটের বহু বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অন্যদিকে, বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বাসও যাতে ডালখোলা শহরের মধ্যে দিয়ে যায় সেজন্য বিশেষ উদ্যোগ নিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। গৌতমবাবু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, ‘ডালখোলা বাইপাস চালু হওয়ার পর থেকে এনবিএসটিসি’র বাস বাইপাস দিয়ে যাতায়াত করার ফলে ডালখোলা শহরবাসী তথা শহরের আশেপাশের এলাকার বাসিন্দারা সমস্যার মধ্যে পড়েছেন। তাঁদের কথা মাথায় রেখে এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এনবিএসটিসি’র সমস্ত বাস (আপ-ডাউন) ডালখোলা শহরের মধ্য দিয়ে যাতায়াত করবে।