পাটনা: ফের গণধর্ষণের শিকার হল উনিশ বছরের এক তরুণী। ঘটনাটি ঘটেছে বিহারের কিষানগঞ্জে। জানা গিয়েছে, গলায় ধারালো ছুরি ধরে, ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতরা সম্পর্কে তিন ভাই।
পুলিশ সুপার কুমার আশিস জানান, রবিবার কিষানগঞ্জের টাউন থানা এলাকায় মেয়েটি ঘাস কাটতে গিয়েছিলেন। সেই সময় তিন ভাই জোর করে ওই তরুণীকে একটি এসইউভিতে তোলে। কয়েক কিলোমিটার দূরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মেয়েটিকে তিন ভাই মিলে ধর্ষণ করে। মেয়েটি যাতে চিত্কার না করে তার গলায় ধারালো ছুরি ধরে খুন করার ভয় দেখায়। নির্যাতিতা ওই তরুণী বর্তমানে কিষানগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। মেডিকেল টেস্ট করার পর ধর্ষণের প্রমাণ মিলেছে বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণী মহিলা পুলিশ থানায় এফআইআর দায়ের করেন। তার বয়ানের ভিত্তিতে পুলিশ তিন ভাইকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আইপিসির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।