কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বদলে এবার থেকে বোলপুর লোকসভার অন্তর্গত পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রাম বিধানসভা দেখবে জেলা নেতৃত্বই। তা দেখভালের দায়িত্ব দেওয়া হল সেই জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) অফিসে বৈঠকে ডেকে পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা নেতৃত্বকে এই নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।
তৃণমূল সূত্রের খবর, কলকাতার বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই অনুব্রতের হাতে থাকা পূর্ব বর্ধমানের তিন বিধানসভা ক্ষেত্র দেখার দায়িত্ব রবীন্দ্রনাথকে দেন। তবে একইসঙ্গে দলের তরফে বলা হয়েছে, এই তিন এলাকার নেতারা আপাতত পূর্ব বর্ধমান ও বীরভূম, দুই জেলার নেতৃত্বের সঙ্গেই সংযোগ রেখে কাজ করবেন। তাহলে কি এবার অনুব্রতর ডানা ছাঁটা হল? স্বাভাবিকভাবেই তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন : হুমকি চিঠি প্রসঙ্গে কী উত্তর দিলেন অনুব্রত মণ্ডল?