জিষ্ণু চক্রবর্তী, গয়েরকাটা: কাঠপাচার রুখতে গিয়ে গুরুতর আহত হলেন এক বিট অফিসার সহ তিন বনকর্মী। জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জের সিজেএম ১ কম্পার্টমেন্ট এলাকার ঘটনা। আহত বিট অফিসার সহদেব ওরাওঁ সহ শ্যামল রাভা, অসীম রায়, ভূষণ রায় নামে তিন বনকর্মীকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। বুধবার বনদপ্তরের তরফে এই নিয়ে বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বনদপ্তর সূত্রে খবর, গতকাল বিকেলে জঙ্গলে টহলদারির সময় মোরাঘাট রেঞ্জের খুট্টিমারি বিটের বিট অফিসার সহদেব ওরাওঁ দেখেন কয়েকজন কাঠপাচারকারী শালকাঠের লগ কেটে নিয়ে যাচ্ছেন। বনকর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে কাঠপাচারকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় বনকর্মীদের। জানা গিয়েছে, তাদের মধ্যে একজন বনকর্মীদের ওপর চড়াও হয়।
আক্রান্ত বিট অফিসার সহদেব ওরাওঁ বলেন, ‘বনে টহল দেওয়ার সময় কয়েকজনকে একটি শাল গাছ কেটে পাচার করতে দেখি। তাদের বাধা দিতে গেলে এক ব্যক্তি আমাদের ওপর চড়াও হয়। ওর হাতে ধারালো অস্ত্র ছিল। অল্পের জন্য বেঁচে গিয়েছি। পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করুক এই দাবি জানাচ্ছি।’
এই বিষয়ে মোরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল বলেন, ‘বনকর্মীদের ওপর আক্রমণ করার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে বানারহাট থানায় অভিযোগ জানানো হয়েছে। কাঠের লগ ও একটি সাইকেল উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বাকি কাঠপাচারকারীদের খোঁজ চলছে। বানারহাট থানার আইসি সমীর দেওসা জানান, ‘বনদপ্তরের বিট অফিসারের দায়ের করা অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।’
প্রসঙ্গত, লকডাউনের মধ্যে রাস্তাঘাট ফাঁকা। এই সুযোগকে কাজে লাগিয়ে কাঠপাচারকারীরা কাঠ পাচার করছেন। বনদপ্তর সূত্রে খবর, মাঝেমধ্যেই খবর পেয়ে তারা কাঠ পাচারকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। অনেকক্ষেত্রে তারা সফল হন, আবার কিছু ক্ষেত্রে তাদের কাঠ মাফিয়াদের আক্রমণের মুখে পড়তে হয়। এদিনও এই ধরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।