নয়াদিল্লি: পুরসভা নির্বাচনের আগে দল ভারী বিজেপির। গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনজন প্রাক্তন আপ বিধায়ক। বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি আপের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।দুর্নীতি নিয়ে আপ ও অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) সমালোচনাও করেছেন। প্রসঙ্গত, আগামী সপ্তাহেই দিল্লিতে পুরসভা নির্বাচন। কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। আর এরইমধ্যে দল ভারী হল বিজেপির।
২০২০ সালেই অরবিন্দ কেজরিওয়ালের হাত ছেড়েছিলেন দু’বারের বিধায়ক সুরেন্দর সিং। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লি ক্যান্টনমেন্ট আসন থেকে তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেওয়া হয়নি। তারপরই আপ থেকে বেরিয়ে আসেন তিনি। বাকি যে দু’জন বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা হলেন রাজু ধিনগান ও চৌধুরী ফাতেহ সিং। ২০১৫ সালে আপ ছেড়ে বেরিয়ে আসেন চৌধুরী ফাতেহ সিং। এদিকে, এই তিন প্রাক্তন বিধায়কের বিজেপিতে যোগদানের ফলে দিল্লি পুরসভা নির্বাচনে দল কিছুটা বেগ পাবে বলে মনে করছেন নেতৃত্ব।
Happy to welcome 3 former #AamAadmiParty MLAs, with mass connect & impeccable records of serving people – Commando Surender Singh, Shri Raju Dhingan & Ch Fateh Singh – in @BJP4Delhi.
Look forward to working with you on BJP's mission~ Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas. pic.twitter.com/8BvcCGbQiW
— Baijayant Jay Panda (@PandaJay) November 29, 2022
আরও পড়ুনঃ Vikram Kirloskar Dies | প্রয়াত টয়োটা কির্লোস্কর মোটরের ভাইস চেয়ারম্যান