শেখ পান্না, হরিশ্চন্দ্রপুর : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একই পরিবারের ৩টি বাড়ি। শনিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামের ঘটনা। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ফতেপুর গ্রামের এতুয়ারি যাদবের একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। বাড়ির লোকের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। গ্রামবাসীদের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর দমকল বিভাগের কর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুড়ে যায় ৩টি বাড়ি। আগুনের গ্রাসে রেহাই পায়নি পার্শ্ববর্তী পানের জমি। এক পান চাষির প্রায় ১০কাঠা পান আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
খবর শুনে ঘটনাস্থলে আসেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন। তিনি বলেন, ‘আগুনে ৩টি বাড়ি প্রায় পুড়ে গিয়েছে। পুড়ে গিয়েছে আসবাবপত্র, খাদ্যসামগ্রী, নথিপত্র, সোনার গয়না ও কয়েক লক্ষ নগদ টাকা। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লক্ষ।’ তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সব রকমের সরকারি আর্থিক সহযোগিতা দেওয়া হবে। স্থানীয় ব্লক প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগিতা করা হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা এতুয়ারি যাদব জানিয়েছেন, দুপুরে হঠাৎ করে বাড়িতে আগুন লাগে। সে সময় বাড়িতে সকলেই ছিল। বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন সরকারী সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছি।