নাগরাকাটাঃ দলছুট দাঁতালের তান্ডবে লন্ডভন্ড দশা সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটোয়ারি পাড়ার। বৃহস্পতিবার গভীর রাতে হাতিটি এসে একে একে ৩ টি বাড়ি গুঁড়িয়ে দেয়। ভেঙে ফেলে এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও। কোনরকমে পালিয়ে প্রাণে বাঁচে দুটি পরিবার। হাতির এমন বিধ্বংসী হামলায় গোটা গ্রামে এখন আতঙ্কের পরিবেশ। বন দপ্তরের ডায়না রেঞ্জের (Diana Range) রেঞ্জার অশেষ পাল বলেন, হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্থরা নিয়ম নিয়ম মোতাবেক ক্ষতি পূরণের জন্য আবেদন করতে পারবেন। এদিকে এদিন সকালে অন্তত ৩০ টি হাতির একটি পাল ভুটান থেকে ফেরার পথে ক্যারন চা বাগানগামী রাস্তার পাশের একটি ছোট শাল বনে আশ্রয় নেয়। ওই হাতিগুলিকে নিয়েও হুলুস্থুল দশা বেঁধে যায়। দিনভর বনকর্মীরা সেগুলির ওপর নজর রেখে চলেন।
বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে পাটোয়ারি পাড়ায় ঢুকে প্রথমে বুনোটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা চালায়। এরপর ঢুকে পড়ে মহসিনা বেগম নামে এক মহিলার বাড়িতে। ঘরে সে সময় মা ও ছেলে ঘুমিয়ে ছিল। আচমকা ঘর ভাঙার শব্দ শুনে ওই মহিলা চোখ মেলেই দেখেন দাঁতালটি তখন তাঁদের প্রায় শিয়রে। কোন রকমে ঘুমন্ত ছেলে নিয়ে তিনি পালান। এর পর হাতিটি আইনুল হক নামে এক বাসিন্দার বাড়িতে গিয়ে নিমেষের মধ্যে জানালা ভেঙে দেয়। এরপর বুনোটির রোষানলে পড়ে লাগোয়া টেপু মহম্মদ নামে আরো একজনের বাড়ি। টেপু কোনরকমে পরিবার নিয়ে অন্যত্র পালিয়ে যান। প্রায় এক ঘন্টা ধরে দাঁতালটি তাণ্ডব চালায়।