গঙ্গারামপুর: ভয়াবহ আগুনে ভস্মীভূত হল তিনটি বাড়ি। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্ৰাম পঞ্চায়েতের মালিয়ান দিঘি গ্ৰামে। সবকিছু হারিয়ে পরণের বস্ত্রটুকু নিয়ে খোলা আকাশের নীচে ঠাঁই নিয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, হরিরামপুর ব্লকের মালিয়ান দিঘির বাসিন্দা সুধাংশু মণ্ডল। এদিন আচমকাই তাঁর বাড়িতে আগুন লাগে। তড়িঘড়ি পরিবার সহ আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহুর্তের মধ্যে প্রতিবেশী দুজনের বাড়িতে আগুন ছড়িয়ে যায়। বাড়ির লোকজন কোনরকমে প্রাণ বাঁচিয়ে বাইরে আসেন। খবর দেওয়া হয় বুনিয়াদপুর দমকলে। ঘটনাস্থলে ছুটে যায় হরিরামপুর থানার পুলিশ। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। কিন্তু তার আগেই তিনটি বাড়ির নগদ টাকা, গয়না, ধান চাল, পাট, জামাকাপড়, আসবাবপত্র সহ সমস্ত কিছু আগুনে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির গৃহবধূ মমতা প্রামাণিক বলেন, ’এদিন বাড়ির বাইরে কিছুটা দূরে ধান শুকোনোর কাজ করছিলাম। এমন সময় হঠাৎ আগুন লাগার খবর পায়। দূর থেকেই বাড়ির দিকে তাকাতে ধোঁয়া দেখতে পাই।‘ হরিরামপুরের বিডিও পবিত্রা লামা জানান, বিষয়টি খতিয়ে দেখে পরিবারগুলিকে সবরকম সাহায্য করা হবে।