পারডুবি: টিকাকরণ শিবিরে টিকা দিতে এসে অ্যাসিড পড়ে আক্রান্ত শিশু সহ তিনজন। বুধবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের বরাইবাড়ি এলাকায়। ঘটনায় দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মী। এদিন মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের বরাইবাড়ি এলাকায় উপস্বাস্থ্যকেন্দ্রে শিশুদের টিকাকরণ কর্মসূচি চলছিল। ওই শিবিরে এলাকার শিশুদের তাদের অভিভাবকরা টিকা নিতে আসে। ঠিক সেসময় অসাবধনতাবশত কারণে টেবিলে থাকা অ্যাসিডের বোতল থেকে অ্যাসিড পরে আহত হয় এক শিশু সহ দুই অভিভাবক। তাদের স্থানীয়রাই উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ও নিশিগঞ্জ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুদের টিকাকরণ শিবিরে কেন এভাবে অ্যাসিড রাখা হয়েছিল। শুধু তাই নয় সেই অ্যাসিড পরে এক শিশু ও দুই অভিভাবক আহত হওয়া সত্ত্বেও স্বাস্থ্য দপ্তর সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করেনি বলে অভিযোগ। তা নিয়ে স্থানীয়রা জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়দের একাংশ পরিস্থিতি বেগতিক দেখে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ও নিশিগঞ্জ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এব্যাপারে শিবিরের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী চায়না তরফদার বলেন, ‘একটি শিশুর হাত লেগে অ্যাসিড পড়ে যাওয়ায় এই বিপত্তি। বিডিও উজ্জ্বল সরদারের কথায়, বিষয়টি শুনেছি, খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : তুফানগঞ্জ বাস টার্মিনাস থেকে শুরু হল বাস চলাচল, খুশি যাত্রী সাধারন