গ্যাংটক: গ্যাংটকে(Gangtok) ভূমিধসে মৃত্যু হল মা ও দুই সন্তানের। সোমবার গভীর রাতে গ্যাংটকের রোংয়ে ডোকান দারা দেচিলিং-এ ঘটনাটি ঘটেছে। বিমল মঙ্গর নামে এক ব্যক্তির বাড়ি ভূমিধসে ভেঙে গিয়েছে। ঘটনায় তাঁর স্ত্রী ডোমা শেরপা (২৭) এবং তাঁদের ১০ বছর ও ৭ মাস বয়সি দুই ছেলের মৃত্যু হয়েছে। তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ, প্রশাসন, দমকল, এসডিআরএফ-এর কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। ধ্বংসাবশেষ সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুনঃ পাঠানকোটে সহকর্মীর গুলিতে মৃত দুই জওয়ান, একজন বাংলার