ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও এখনো পর্যন্ত কর্মীদের অনিশ্চয়তা কিন্তু কাটছে না। নিউইয়র্ক এর মর্টগেজ সংস্থা বেটার.কম আরও একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল। কার্যত এর আগে জুমকলে একসঙ্গে ৯০০ কর্মীকে ছাঁটাই করে এই সংস্থাটি সংবাদ শিরোনামে আসে। আর এবার আমেরিকা এবং ভারত থেকে তিন হাজার কর্মীকে তাঁরা ছাঁটাই করেছে। কার্যত এই সংস্থার তরফ থেকে বলা হয়েছে, সুদের হার বাড়তে থাকায় তাঁদের ব্যবসা বিপুল ক্ষতির সম্মুখীন, তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। যেসব কর্মীরা কাজ হারাচ্ছেন, তাঁদের কথা চিন্তা করে আগামী ৬০ থেকে ৮০ দিন সময় দেওয়া হয়েছে। আপাতত কোম্পানির এই সিদ্ধান্ত বিপুল সংখ্যক কর্মীকে অনিশ্চয়তার মুখে যে ঠেলে দিল তা নিয়ে কোনো সন্দেহ নেই।
আরও পড়ুন : যুদ্ধের জের, রাশিয়া থেকে সরছে পেপসি-কোক-স্টারবাকস