বীরপাড়া, ১১ ফেব্রুয়ারিঃ রবিবার রাতে লঙ্কাপাড়া চা বাগানে গুলির লড়াইয়ে দুই ঠিকাদারের মৃত্যুর ঘটনার মঙ্গলবার তিনজনকে গ্রেফতার করল বীরপাড়া থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন বীরপাড়ার একটি লজ ও রেস্তোরাঁর মালিকও রয়েছে।
গত রবিবার লঙ্কাপাড়া চা বাগানের ২৭ নম্বর লাইনে রেওয়াজ এক্কার বাড়িতে খুন হন দুই ঠিকাদার । তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রেওয়াজ এক্কা ও কেশব ছেত্রী নামে দু’জনকে গ্রেফতার করে। এদিন বীরপাড়ার পুরোনো বাসস্ট্যান্ড সংলগ্ন একটি লজ ও রেস্তোরাঁর মালিক আশিস প্রসাদকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, ওই লজে বসেই খুনের পরিকল্পনা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। মঙ্গলবার ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বেআইনিভাবে মজুত করা প্রচুর পরিমাণে ভূটানী মদ বাজেয়াপ্ত করে পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় রেস্তোরাঁর মালিককে। পুলিশ জানায়, রেস্তোরাঁ চালানোর বৈধ কাগজপত্রও মেলেনি। তিনজনকেই বুধবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছেন জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দোপাধ্যায়।
কিডনির সমস্যা ? মেনে চলুন এই নিয়মগুলি
ডিজিটাল ডেস্ক: বয়স বাড়ার সাথে সাথে অনিয়মিত খাবার কিংবা পেশাগত কারণে অনিয়মিত জীবনচর্চা পরবর্তী সময়ে বড় শারীরিক সমস্যার অন্যতম কারণ...
Read more