ডিজিটাল ডেস্ক : নির্যাতনের চরম নিদর্শন পাওয়া গেল
দিল্লিতে(Delhi)। তিন বছরের শিশুও নিস্তার পেল না লালসা চরিতার্থ করার হাত থেকে। হয়ে গেল চূড়ান্ত অত্যাচার। দুই মদ্যপ ব্যক্তির হাতে গণধর্ষিতা হল তিন বছরের এক শিশু। শিশুটি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির ফতেহপুর বেরীতে বসবাসকারী এক শিশু আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।
খোঁজাখুঁচি শুরু হলে প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, দুই ব্যক্তির সঙ্গে তাঁরা ওই শিশুটিকে জঙ্গলের দিকে যেতে দেখেছেন। জঙ্গল থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই শিশুকন্যা। এরপর শিশুটিকে প্রথমে থানা এবং পরে এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, কাজ থেকে ফেরার পথে মদ্যপ দুই অভিযুক্ত শিশুটিকে রাস্তায় খেলতে দেখে তাঁকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
অভিযুক্ত দুইজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির দাবি করেছে শিশুটির পরিবার। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।