শুভ্রজিৎ বিশ্বাস, মেখলিগঞ্জ: করোনা মোকাবিলায় সচেতনতামূলক নানা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার তাদের জলখাবার বিতরণ করলেন মেখলিগঞ্জের যুবকরা।
মেখলিগঞ্জ পুরসভার কয়েক হাজার মানুষ ছাড়াও ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকার অসংখ্য মানুষ শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে রোজ মেখলিগঞ্জে আসেন।
বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। করোনা মোকাবিলায় একমাত্র উপায় হিসেবে দেশজুড়ে চলছে লকডাউন। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া বন্ধ সব কিছু। কিন্তু খোলা রয়েছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংক, মিড ডে মিল বিতরণের জন্য বিভিন্ন স্কুল। এই সমস্ত জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মেখলিগঞ্জ মহকুমা প্রশাসনের তরফে স্বেচ্ছাসবক নিযুক্ত করা হয়েছে। এদিন ওই স্বেচ্ছাসেবকদের হাতে টিফিন তুলে দিলেন মেখলিগঞ্জের যুবকরা।
আরও পড়ুন: চোপড়ায় আইসিডিএস কেন্দ্রে চাল-ডাল বিলি নিয়ে বিক্ষোভ
মেখলিগঞ্জের বাসিন্দা হীরক জ্যোতি অধিকারী, পূজম রায়, তথাগত অধিকারী প্রমুখ জানান, করোনা ভাইরাসের সঙ্গে লড়ার জন্য সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেখলিগঞ্জের বাসিন্দাদের সুরক্ষার্থে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মহকুমা প্রশাসনের তরফে যে স্বেচ্ছাসেবকদের নিযুক্ত করা হয়েছে, স্বাস্থ্যকর্মী, পুলিশ এদের মতো তারাও নিজেদের জীবন বিপন্ন করে সমাজের সেবায় এগিয়ে এসেছেন। তাই তাদের হাতে এদিন জলখাবার তুলে দিয়ে তাদের দায়িত্ব ও পরিশ্রমকে সন্মান জানানো হল। এদিন কর্তব্যরত ২২ জন স্বেচ্ছাসেবকের হাতে যুবকদের তরফে জলখাবার দেওয়া হয়।