লস অ্যাঞ্জেলস: গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন কিংবদন্তী গলফার টাইগার উডস। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। পায়ে একাধিক আঘাত রয়েছে তাঁর। শুরু হয়েছে অস্ত্রোপচার।
লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, সেখানকার স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। রোলিং হিলস এস্টেট সীমান্তে উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ব্ল্যাকহর্স রোডের হাউথর্ন বুলেভার্ড দিয়ে উত্তর দিকে যাচ্ছিল তাঁর গাড়ি। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন তাঁর এজেন্ট মার্ক স্টেনবার্গ।
- Advertisement -

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল। উডসকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার চলছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সূত্রের খবর।