ডিজিটাল ডেস্ক: তালিবানি শাসনপ্রথায় আফগানিস্তানে নিষিদ্ধ হয়ে গিয়েছে অনেক কিছুই। সিনেমা, গান, নাটকের পাশাপাশি এবার তালিবান মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে মোবাইলে টিকটক এবং পাবজির মতন অ্যাপও নিষিদ্ধ ঘোষণা করল আফগানিস্তানের তালিবান সরকার। কাবুল দখল করার পর থেকেই বিনোদন মাধ্যম বন্ধ করে দিয়েছে তালিবান প্রশাসন। কার্যত জানা যাচ্ছে, তালিবান সরকারের প্রবল আপত্তি বিনোদনের নামে কোনো অনৈতিক বিষয় প্রচার করা নিয়ে। আফগানিস্তানের টেলিভিশনে শুধুমাত্র খবর এবং ধর্মীয় বিষয় ছাড়া আর কিছুই দেখা যায় না। সোশ্যাল মিডিয়াতেও নানান নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই টিকটক এবং পাবজি অ্যাপ আফগানিস্তানের নিষিদ্ধ হওয়াতে খুব একটা অবাক হচ্ছেন না কেউই।
আরও পড়ুন: দুদিনের বাংলাদেশ সফরে যেতে চলেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর