উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: গোয়ার মসনদ দখলের লক্ষ্য়ে মরিয়া পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্য়ে মঙ্গলবার প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল ঘাসফুল শিবির। প্রথম দফায় ৪০টি আসনের মধ্যে ১১টি আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে গোয়ার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ও চার্চিল আলেমাও-র। জানা গিয়েছে, লুইজিনহো ফেলেইরো লড়বেন ফতোরদা কেন্দ্র থেকে। অন্য়দিকে, চার্চিল আলেমাও লড়বেন বেনাউলিম কেন্দ্র থেকে।
তৃণমূলের তরফে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ হতেই কার্যত জল্পনায় ইতি পড়েছে কংগ্রেস বা অন্য়ান্য দলের সঙ্গে সমঝোতায়। যদিও জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির জন্য় তৃণমূলের তরফে কয়েকটি আসন ছাড়া হয়েছে বলেই দলীয় সূত্রে খবর। জানা গিয়েছে, অতিদ্রুত দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তৃণমূলের তরফে।
এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রশান্ত কিশোর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন একপ্রস্থ বৈঠক সারেন তাঁরা। বেঠক শেষে রাজ্য, যুব, মহিলা কমিটি ঘোষণা করা হয় তৃণমূলের তরফে।